জ্বরের কারণে এখনো শ্রীলঙ্কায় যেতে পারেননি বাংলাদেশের ওপেনার ব্যাটার ও উইকেটকিপার লিটন কুমার দাস। সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপের প্রথম ম্যাচে টাইগারদের হয়ে খেলতে করতে পারছেন না লিটন। তবে লিটনের বিকল্প হিসেবে আপাতত কাউকে নেওয়া হচ্ছে না।
বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। জ্বর ভালো না হওয়ায় মঙ্গলবারও রওনা দিতে পারেননি লিটন।
বিসিবির পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপাতত লিটনের বিকল্প হিসেবে দলে কাউকে ডাকার পরিকল্পনা করেনি বিসিবি।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, লিটনের জ্বরের অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তিনি জানিয়েছেন, আজকেও লিটন দাসের জ্বর ১০০ ডিগ্রি সেলসিয়াস ছিল। সে কারণেই লিটনের আবার ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। তবে ফল নেগেটিভ এসেছে। তবে ডেঙ্গুর শঙ্কা উড়িয়েও দিচ্ছে না বিসিবি। তাই লিটনের বেলায় আরো অপেক্ষা করতে চায় সংশ্লিষ্টরা।
পূর্ববর্তী পোস্ট