একটি মানব পাচারের নেটওয়ার্ক উন্মোচন করেছে কিউবা। সোমবার হাভানার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, পাচার নেটওয়ার্কে যুক্ত হয়ে কিউবানরা রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই করছে।
কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবপাচার নেটওয়ার্কটি শনাক্ত করেছে। এটি রাশিয়ায় বসে কাজ করছে। রাশিয়ায় থাকা এমনকি কিউবায় থাকা নাগরিকদের নেটওয়ার্কে যুক্ত করা হচ্ছে। মানব পাচার নেটওয়ার্ককে নিরপেক্ষ ও ধ্বংস করার জন্য কাজ চলছে।’
বিবৃতিতে কিছু বিশদ বিবরণও দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে জড়িতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কিউবা ইউক্রেনের যুদ্ধের অংশ নয়। জাতীয় ভূখণ্ডের মধ্যে এবং বাইরে ভাড়াটে নিয়োগের উদ্দেশ্যে যে কোনো ধরনের মানব পাচারে যারা অংশ নেয়; তাদের বিরুদ্ধে কিউবা দৃঢ় ব্যবস্থা নেবে। কিউবার নাগরিকরা যাতে কোনো দেশের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন না করতে পারে।
অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ কোনো মন্তব্য করা হয়নি।
পূর্ববর্তী পোস্ট