Home » ‘‌একবার কলকাতায় আসুন, অনেক কথা হবে’,‌ শেখ হাসিনাকে মমতার আমন্ত্রণ

‘‌একবার কলকাতায় আসুন, অনেক কথা হবে’,‌ শেখ হাসিনাকে মমতার আমন্ত্রণ

0 মন্তব্য 7 ভিউজ

জি২০ শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হওয়ার সম্ভাবনা ছিল। এবার সেটাই রূপ নিল বাস্তবে। কথাও হলো দুই ‌জনের মধ্যে। একে অপরকে আমন্ত্রণ জানালেন।
এমন সৌজন্যের দৃশ্যের সাক্ষী থাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিদেশের রাষ্ট্রনায়করা। আর এভাবেই রাষ্ট্রপতির নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তবে সেখানে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে কোনো কথা হয়নি। সেই কথা কোথায় হবে তা এখনো স্থির হয়নি।
তবে সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে বৈঠক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তবে সেখানেও তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে পরামর্শ দিয়েছেন।
এদিকে শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপে ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নৈশভোজে যোগ দিতে দেখা গিয়েছিল। এই নৈশভোজের আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সেখানে যাওয়ার জন্য সংসদ ভবন থেকে ভলভো বাসে করে প্রগতি ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল সবাইকে। ওই বাসে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন বলে সূত্রের খবর। রাতে আবার একইভাবে বাসে করে ফেরেন তারা। এই যাত্রাপথে অনেকের সঙ্গেই কথা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তবে কোনো বিশেষ আলোচনা নয়।
অন্যদিকে ভারত মণ্ডপের নৈশভোজে পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর হাত দেখিয়ে এগিয়ে দেন নৈশভোজের টেবিলের দিকে। সেখানেই উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে অপরকে দেখে একগাল হাসিতে সৌজন্য বিনিময় হয়। আর তখনই শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌সময় পেলে একবার কলকাতায় আসুন। অনেক কথা হবে।’‌
পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কেও শেখ হাসিনা বলেন, ‘‌আপনিও একবার ঢাকায় আসুন। খুব ভালো লাগবে।’‌
এমন সৌজন্য দেখে সবাই সেদিকেই তাকিয়ে ছিলেন। তা ছাড়া এই জি২০ সম্মেলনের পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে যাওয়ার কথা। তার আগে এই নৈশভোজের টেবিলে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ। এদিন চাণক্যপুরির বঙ্গভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আম আদমি পার্টির রাজ্যসভার সংসদ সদস্য রাঘব চাড্ডা। আগামী ২৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে পরিণীতি চোপড়ার সঙ্গে বিয়ের প্রীতিভোজ দেবেন রাঘব চাড্ডা। সেখানে উপস্থিত থাকার জন্য মমতাকে আমন্ত্রণ জানান তিনি। রবিবার নয়াদিল্লি থেকে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন

মতামত দিন

আমাদের সম্পর্কে

We’re a media company. We promise to tell you what’s new in the parts of modern life that matter. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Sed consequat, leo eget bibendum Aa, augue velit.