বিএনপির সাবেক নেতা প্রয়াত নাজমুল হুদার প্রতিষ্ঠিত ‘তৃণমূল বিএনপি’র প্রথম কাউন্সিল হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে এ কাউন্সিল। এ দিন দলটিতে যোগ দেবেন রাজনীতির আলোচিত মুখ শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা বলেন, ‘শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার আমাদের দলে যোগ দিচ্ছেন। এ তালিকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও আছেন। সবাই ভালো পদে থাকবেন বলে আশা করি।’
এক প্রশ্নের জবাবে অন্তরা হুদা বলেন, ‘বিএনপি বা কোনো দলকে ভাঙার ইচ্ছা আমাদের নেই। বিএনপির কোনো নেতার সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি। আর যারা
যোগ দেবেন, তারা বিএনপির কোনো পদে তো নেই। কাউন্সিলে আরও চমক আছে। আরও অনেকে যোগ দেবেন।’
বিএনপি থেকে বহিষ্কৃত তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমার জন্ম তো রাজপথে। যেহেতু বিএনপি আমাকে বহিষ্কার করেছে, সেহেতু আমাকে এখন তৃণমূল বিএনপিকে আঁকড়ে ধরে থাকতে হবে। আমি সেখানেই যাচ্ছি, আশা করি শীর্ষ পদেই থাকব।’
নাম প্রকাশ না করার শর্তে তৃণমূল বিএনপির এক নেতা জানান, দলে শীর্ষ দুই পদে আসতে যাচ্ছেন শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। শুধু তারা নয়, পর্যায়ক্রমে বিএনপি থেকে বিভিন্ন সময় বাদ পড়া এবং নিজ থেকে ছেড়ে দেওয়া নেতারাও আসবেন। সেই তালিকায় বহিষ্কৃত বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারের নামও থাকতে পারে।
গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। দলটির নির্বাচনী প্রতীক ‘সোনালি আঁশ’। নাজমুল হুদার মৃত্যুর পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন তার মেয়ে অন্তরা হুদা।