ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে, ইসরায়েলের ভেতরে ‘তীব্র লড়াই’ চলছে। এর আগে রবিবার সকালে ইসরায়েল বলছিল, ইসরায়েলি বাহিনী এখনো আটটি স্থানে ফিলিস্তিনিদের মোকাবেলা করে যাচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবিসি বলেছে, ইসরায়েল সুনির্দিষ্টভাবে বলেনি যে দেশটির বাহিনী বন্দুকযুদ্ধ করছে।
কিন্তু এবার হামাস বলেছে, তারা এখনো ইসরায়েলের অভ্যন্তরে ‘তীব্র লড়াই’ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল যে আটটি অঞ্চলের কথা উল্লেখ করেছে তার সঠিক পরিস্থিতি জানাতে পারেনি ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি।
শনিবার ফিলিস্তিনের দিক থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক রকেট হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫০ জন ইসরায়েলি নাগরিক মারা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শতাধিক মানুষকে জিম্মি করা হয়েছে বলেও বলছে তারা।
ইসরায়েলের সেনাবাহিনীর ফিরতি আক্রমণে এখন পর্যন্ত অন্তত ২৫৬ জন ফিলিস্তিনি নাগরিক মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা থেকেই গাজা উপত্যকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ।