আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। মঙ্গলবার (১০ অক্টোবর) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অভিজ্ঞ মাহমুদুউল্লাহ পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শেখ মেহেদি।
আফগানদের ৬ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে চায় বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেছিলেন, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’
অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও বাংলাদেশকে নিয়ে চিন্তিত নন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, ‘দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো।’
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, রিস টপলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।