ইংল্যান্ডের দেওয়া পাহাড়সম ৩৬৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাওয়ার-প্লের দশ ওভারের মধ্যে হারায় তিন উইকেট। তানজিদ তামিম, নাজমুল ইসলাম ও সাকিব আল হাসানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। যেকারণে টপ অর্ডার নিয়ে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ কোচ চন্ডিকা হাতুরাসিংহে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেছেন তিনি,’যদি আপনি ভালো শুরু করতে না পারেন, যদি পাওয়ার-প্লে’তেই তিন উইকেট হারিয়ে ফেলেন তাহলে অনেক ম্যাচ জিততে পারবেন না। অবশ্যই এটা উদ্বেগের ব্যাপার। যেহেতু আমরা সাতজন ব্যাটসম্যান খেলিয়েছি, সেহেতু চাইব টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে।’
টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে রান পেয়েছেন লিটন দাস। ৬৬ বলে খেলেছেন ৭৬ রানের ইনিংস। ফিফটি করেছেন মুশফিকুর রহিমও। তিনি করেছেন ৬৪ বলে ৫১। লিটনের রানে ফেরাটা ইতিবাচক বলেছেন হাতুরাসিংহে, ‘আমাদের জন্য তা ইতিবাচক, তার জন্যও ভালো ব্যাপার। আমরা জানি যে, সে একজন ম্যাচ উইনার। তবে শুরুতে রানের প্রয়োজন আমাদের। দ্রুত এতগুলো উইকেট হারানো চলবে না।’
প্রস্তুতি ম্যাচে তানজিদ তামিম রান পেলেও মূল ম্যাচের দুইটিতেই ব্যর্থ তিনি। কোচকে অবশ্য পাশে পাচ্ছেন তরুণ এই ব্যাটার।
তাঁর ব্যাপারে বাংলাদেশ কোচ বলেছেন,’সে দুইটি প্রস্তুতি ম্যাচেই ভালো করেছে। সে মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছে। যদি দুই ইনিংস দিয়েই কাউকে বিচার করেন তাহলে মালান এই ম্যাচ খেলতে পারত না। তাই আমাদের ধৈর্য্য ধরতে হবে।’
পূর্ববর্তী পোস্ট