জয়পুরহাটের আক্কেলপুরে তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের চিন্তা শীর্ষক তারুণ্য ও জনপ্রতিনিধি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের আয়োজনে রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী এ সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সংলাপ অনুষ্ঠানে হুইপকে কাছে পেয়ে শিক্ষার্থীরা কলেজের সমস্যার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো, কলেজের ক্যান্টিন ব্যবস্থা চালু করা, যানজট, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, স্থানীয় হাট ও বাজারগুলোতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করাসহ নানা প্রশ্ন করেন।
হুইপ তাদের প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাকে ধন্যবাদ জানান। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুইপ বলেন, আয়তনে আমাদের দেশ বিশ্বের মধ্যে ৯৪ এবং জনসংখ্যায় ৮ নম্বরে। দেশের এক কোটি মানুষ বিদেশে চাকরি করে রেমিট্যান্স পাঠাচ্ছেন। আগামীতে আরও এক কোটি মানুষকে বিদেশে পাঠানোর টার্গেট এ সরকারের আছে। আমরা আমাদের জনগোষ্ঠীকে টেকনিক্যালি শিক্ষিত করে কাজে লাগাতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, কলেজের অধ্যক্ষ সোলায়মান আলীসহ অন্যরা।