বিশ্বকাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। সেই লক্ষ্যে বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেই টিম টাইগাররা। কিন্তু এরপরই দলটির ছন্দপতন। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারে সাকিবের দল। ইংলিশদের বিপক্ষে হারটা ছিল ১৩৭ রানে। আর নিউজিল্যান্ড টাইগারদের হারায় ৮ উইকেটে।
বাংলাদেশ দলের পরের ম্যাচে শিরোপাপ্রত্যাশী ভারতের বিপক্ষে। স্বাভাবিকভাবে লিটন-মিরাজদের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে ওই ম্যাচ। তবে ওই ম্যাচে স্বাগতিক ভারতকেই চাপে দেখছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেন, ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’
বাংলাদেশ পরাজয়ের বৃত্তে থাকলেও টানা তিন ম্যাচে জিতেছে ভারত। তবে সেসব নিয়ে ভাবছেন না সুজন। অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে কিংবা বাইরে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্টে হারিয়েছি। আমরা পারি না তা নয়। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের খুব দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিংও। বলব না বোলাররা খারাপ করছে। তবে লক্ষ্য কম হলে এপ্রোচ বদলে যায়, তখন ওরাও ভুল করে। এখন উইক জোন বললে ব্যাটিং।’
পূর্ববর্তী পোস্ট