ইউএনআরডব্লিউএর সাবেক মুখপাত্র ক্রিস গুনেস বলেছেন, পৃথিবীর কোটি কোটি মানুষ ফিলিস্তিনের আন্দোলনকে সমর্থন করেন। শুধু তাই নয়, অনেক বেশি মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন। খবর আলজাজিরার।
জাতিসংঘের সাবেক এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাতিসংঘ ইসরাইলকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা খুবই যুক্তিসঙ্গত।
গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এ কর্মকর্তা বলেন, ইসরাইলের হামলায় গাজা চূর্ণবিচূর্ণ হওয়ায় ইউএনআরডব্লিউএর পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে গত সপ্তাহে ৩৫ জন কর্মী নিহত হয়েছেন। এ সংস্থাটি বর্তমানে প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হয়েছে।
এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর চটেছে ইসরাইল।
দেশটি জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করেছে। এ ছাড়া তার সঙ্গে কোনো বৈঠকে বসবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস বলেন, এ মুহূর্তে এই সংঘাত বন্ধ হওয়া উচিত। গাজা স্ট্রিপে আমরা যা দেখছি, তা থেকে পরিষ্কার যে, সেখানে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না।