জাতীয় দল কিংবা ঘরোয়া লিগ; লম্বা সময় ধরে সাবিনা খাতুন ও সানজিদা আক্তার লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। জাতীয় দলের পাশাপাশি বসুন্ধরা কিংসের জার্সিতে খেলেছেন সতীর্থ হিসেবে। কিন্তু এবারের প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। লড়তে হচ্ছে একে অপরের বিপক্ষে।
ভারতের নারী ফুটবল লিগে আগামীকাল মুখোমুখি সাবিনার কিকস্টার্ট এফসি এবং সানজিদার ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। দেশের ফুটবলে নিজের আইডল মানা সাবিনার বিপক্ষে মাঠে নামবেন বলে বেশ রোমাঞ্চিত সানজিদা। কলকাতা থেকে মুঠোফোনে জানালেন এমনটাই, ‘সাবিনা আপুর সঙ্গে অনেক খেলেছি। কিন্তু এবারই আমি তার বিপক্ষে খেলব আমি।
রোমাঞ্চ কাজ করছে ভেতরে। চেষ্টা করব, দলকে ভালো কিছু দেওয়ার।’
প্রথমবার দেশের বাইরের কোনো লিগে খেলতে গেছেন সানজিদা আক্তার। ইস্ট বেঙ্গলের নারী দলের প্রথম বিদেশি খেলোয়াড়ও সানজিদা।
আর সাবিনা খাতুনের কাছে বিদেশি লিগ নতুন কিছু নয়। এর আগেও ভারত ও মালদ্বীপের লিগে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। কিকস্টার্টের জার্সিতে এবার দুটি ম্যাচ খেলেছেন সাবিনা। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে তাঁর দল। ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ইস্ট বেঙ্গলের জার্সিতে অভিষেক হয়েছে সানজিদার।
সেই ম্যাচে অবশ্য জিততে পারেনি তাঁর দল। ৪ পয়েন্টে সাত দলের লিগে ছয়ে অবস্থান ইস্ট বেঙ্গলের।
লিগে প্রথম দেখায় কিকস্টার্টের কাছে ৩-১ গোলে হেরেছিল ইস্ট বেঙ্গল। তাই আগামীকালকের ম্যাচে সাবিনার দলকে হারানোর প্রত্যয় সানজিদার, ‘লক্ষ্য থাকবে জয়ের। সাবিনা আপুর বিপক্ষে জিততে পারলে ভালো লাগবে।’ তবে বাকি থাকা পাঁচ ম্যাচে ভালো ফুটবল খেলে দলকে পয়েন্ট তালিকার ওপরের দিকে তুলে আনতে চান সানজিদা, ‘একা তো সম্ভব নয়, সবাই মিলে চেষ্টা করতে হবে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে দলকে ওপরের দিকে রাখতে সাহায্য করা।’
সানজিদার জন্য শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা, ‘সানজিদা আমার ছোট বোন। ওর জন্য শুভ কামনা। আমাদের পুরো ৩ পয়েন্টই লাগবে, তবে আমি চাই সানজিদা ম্যাচে তার সেরাটা দিয়ে খেলুক।’ কলকাতায় বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
পূর্ববর্তী পোস্ট