ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আগামীকাল সোমবার এই বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার অনুরোধে এ বৈঠক হচ্ছে।
এর আগে ইরাক, সিরিয়া ও ইরানোর মতো রাশিয়া এই মার্কিন হামলা নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির আগ্রাসী ধরন খোলাসা হয়ে গেছে। আন্তর্জাতিক আইনের প্রতি ওয়াশিংটনের সম্পূর্ণ অবহেলার বিষয়টি সামনে এসে পড়েছে।
এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে একযোগে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুই দেশে ৪০ জনের মতো মানুষ নিহত হয়েছেন।
মার্কিন কর্মকর্তারা বলছেন, সমন্বিত এসব হামলা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) কুদস ফোর্স ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। এ ছাড়া হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত রোববার (২৮ জানুয়ারি) সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪১ জন সেনা আহত হয়েছেন। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে। এ হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এরপর বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সিরিয়া ও ইরাকে ইরানি স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দেয় বাইডেন প্রশাসন।
পূর্ববর্তী পোস্ট