মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশে দুইজন নিহত হওয়ার ১২ ঘণ্টা পার না হতেই আবারও এমন ঘটনা ঘটেছে। এবারে বাংলাদেশের বান্দরবানের ঘুমধুম এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠানে মিয়ানমারের মর্টার শেল এসে পড়েছে।
মঙ্গলবার সকালে ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্যম পাড়ার সৈয়দ নূরের বাড়ির উঠানে এসে পড়ে মর্টার শেলটি।
ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশে দুইজন নিহত হন। এ ঘটনার পর আজ (মঙ্গলবার) ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আম বাগানে বেশ কিছু গুলি ও একটি মর্টার শেল এসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অন্য ঘটনায় মিয়ানমার থেকে ছোড়া গোলায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত হওয়া ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজীজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট