ইসরায়েলে ইরানের হামলা পরবর্তী মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (১৭ এপ্রিল) বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ কথা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মাহবুব হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের যে বাস্তবতা তৈরি হচ্ছে তার দিকে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সেই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি তেলের দামসহ আমদানিনির্ভর পণ্যগুলোর আমদানির ক্ষেত্রে কোন বিরূপ পরিস্থিতি তৈরি হলে তা কিভাবে মোকাবিলা করতে হবে তার রূপরেখা তৈরি করতে নির্দেশ দেন সরকার প্রধান।
মাহবুব হোসেন বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কতৃপক্ষ আইন-২০২৪ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। প্রধানন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কতৃপক্ষের জন্য মোট ৫৫ হাজার ৯৬৮ একর জমি বরাদ্দ থাকবে।
পূর্ববর্তী পোস্ট