ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের ক্যাম্পে ১৭ জন ক্রিকেটারকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ফেরানো হয়েছে লম্বা সময় ইনজুরিতে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। এছাড়া আফিফ হোসেনকে রাখা হয়েছে প্রাথমিক দলে।
তবে আইপিএল খেলতে ভারতে থাকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে নেই। ১ মে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলে দেশে ফিরে আসার কথা ফিজের। এরপর দলে যোগ দেবেন তিনি। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ক্যাম্পে নেই।
জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। এর আগে দু’বার দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এছাড়া বাঁ-হাতি অফ স্পিনার তানভীর ইসলামকে ক্যাম্পে রাখা হয়েছে। সর্বশেষ সিরিজে ইনজুরিতে পড়া সৌম্য সরকারও আছেন। তবে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ক্যাম্প থেকে বাদ পড়েছেন।
বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। ৫ ও ৭ মে খেলবে পরের দুই ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে ১০ ও ১২ মে শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে। ওই সিরিজের জন্য বুধবার থেকে মিরপুরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। ক্যাম্পে না থাকলেও সাকিব-মুস্তাফিজদের মূল দলে থাকার জোর সম্ভাবনা রয়েছে।
জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল: নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, পারভেজ ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম
চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর
পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর।