মিয়ানমারের চলমান সংঘাতের মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৩৬ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
শনিবার ভোরে টেকনাফের নাজিরপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া ও জালিয়াপাড়া থেকে তারা প্রবেশ করেছেন বলে অনেকেই জানিয়েছেন। তবে ৩৬ জনের মধ্যে কে কোন পদবির তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বর্তমানে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির পাশে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।
জানা গেছে, সকালে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে বিজিপি সদস্যরা বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের আটক করে বিজিবি। পরে তাদের নিরস্ত্রকরণ করে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার যায়নি। ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ বলেন, এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। আপনাদের যদি তথ্যের প্রয়োজন হয় তা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
পূর্ববর্তী পোস্ট