ইংল্যান্ডের নারী দলের ক্রিকেট কোচ প্রযুক্তির সাহায্য নিচ্ছেন দল বেছে নেওয়ার জন্য। ইংল্যান্ডের নারী দলের কোচ জন লুইস। তিনি শুক্রবার জানিয়েছেন যে, প্রযুক্তির সাহায্যে দল বেছে নেন। প্রথম বার লুইস এই প্রযুক্তি ব্যবহার করেছিলেন নারীদের আইপিএলে।
লুইসকে এই প্রযুক্তি ব্যবহারের জন্য সাহায্য করছে একটি সংস্থা। তিনি বলেন, ‘একটি ম্যাচের জন্য প্রায় আড়াই লক্ষ রকমের দল বাছতে পারে এই প্রযুক্তি। আগে দেখে নিই কোন দলের বিরুদ্ধে খেলা। তার পর আমার কী প্রয়োজন তা ওই প্রযুক্তিকে জানিয়ে দিই। ভারতে মেয়েদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্সকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই প্রযুক্তির কথা জানতে পারি। আমার মনে হয়েছিল যে ইংল্যান্ড দলের ক্ষেত্রেও এই প্রযুক্তি উপযোগী।’
ক্রিকেটে দল বেছে নেওয়ার জন্য নির্বাচকরা থাকেন। ম্যাচের জন্য প্রথম একাদশ বেছে নেন কোচ, অধিনায়কেরা। সেই সব কাজ করে দিচ্ছে প্রযুক্তি। লুইস বলেন, ‘প্রযুক্তি আমাকে একটা পরিষ্কার ছবি দিচ্ছে। সেখানে আমি জানতে পারছি আগে কেমন দল গড়া হতো, প্রযুক্তির সাহায্যে কোথায় বেশি লাভ হচ্ছে। এর ফলে দল বাছাইয়ের ক্ষেত্রে খুব সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে পারছি।’
লুইস জানিয়েছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেয়েদের অ্যাশেজ এই পদ্ধতিতে দল বেছে নেওয়ায় সুবিধা হয়েছে ইংল্যান্ডের। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। আমরা প্রযুক্তির সাহায্যে ওদের শক্তি অনুযায়ী দল বেছে নিয়েছিলাম। সেটা আমাদের খুব কাজে লেগেছিল। টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিলাম আমরা।’
পূর্ববর্তী পোস্ট