চেহারাই অনেক সময় গড়ে দেয় মানুষ আর রোবটের পার্থক্য। কেউ কোনো কাজের সময় চেহারায় যদি নিজের অভিব্যক্তি প্রাসঙ্গিকভাবে ফুটিয়ে তুলতে না পারে, তখন অনেকেই মজা করে বলেন ‘তুই তো পুরো রোবট হয়ে গেছিস।’
এবার সেই গতানুগতিক ধারণা ভাঙতে চায় চীন।
চীনের একটি রোবট নির্মাতা কোম্পানি ‘এক্স-রোবটস’এবার বিশেষ ধরনের হিউম্যানয়েড (মানুষাকৃতির) রোবট বানাচ্ছেন। সেখানে তারা রোবটের চেহারায় মানুষের অভিব্যক্তি ও আবেগ তুলে আনতে বিশেষভাবে কাজ করছে।
কোম্পানিটি জানিয়েছে, তারা এমন রোবট তৈরি করছেন যা ‘মাল্টি-মোডাল’ ও বিভিন্ন ধরনের আবেগ প্রকাশে সক্ষম হবে। যেটি আশপাশের পরিবেশ বিবেচনায় নিয়ে মুখ দিয়ে প্রাসঙ্গিক প্রতিক্রিয়াও তৈরি করতে পারবে।
মানুষের আকার দেয়া রোবট তৈরি করা হয়েছে বহু আগেই। তবে আকার পেলেও মানুষের আচরণ কোনোভাবেই ধারণ করতে পারছে না রোবট। রোবটের যেমন মানবিক আবেগ নেই এখনো। তেমন নেই মানুষের মতো স্বাভাবিক গতিতে চলাফেরা করা ক্ষমতাও। বহু দেশের বিজ্ঞানীরা রোবটকে মানুষের মতো বৈশিষ্ট্য দিতে কাজ করছেন।
পূর্ববর্তী পোস্ট