আগামীকাল থেকে পর্দা উঠছে কোপা আমেরিকা-২০২৪। কোপার ৪৮ তম আসরে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের অন্তর্ভুক্ত ১০টি দলের পাশাপাশি সর্বমোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতাটি আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ১৪টি শহরের ১৪টি মাঠে অনুষ্ঠিত হবে। ২০২৪ কোপা আমেরিকা ইকুয়েডরে আয়োজন করার কথা থাকলেও ২০২২ সালের নভেম্বর মাসে দেশটি প্রতিযোগিতাটি আয়োজন করতে অস্বীকৃতি জানায়।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচটি জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৭১,০০০ ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে আসা কানাডা।
কোপার আগে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর ১৪ ম্যাচ খেলে ১টি মাত্র ম্যাচে হেরেছে মেসিরা। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল স্কালোনির শিষ্যরা। জয়ের ধারা অব্যাহত রেখে কোপার চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চাইবে আলবিসেলেস্তরা।
দলে আছেন মেসি, ডি মারিয়া, এমি মার্টিনেজের মতো তারকারা। অন্যদিকে শেষ ১০ ম্যাচে তিন হার চার ড্রয়ের বিপরীতে জয় মাত্র তিন ম্যাচে। তবে সবশেষ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের সাথে গোলশূণ্য ড্র করায় কিছুটা অনুপ্রেরণা পেতে পারে কানাডা।
পূর্ববর্তী পোস্ট