ভারতের ক্রিকেট ভক্তদের বিশ্বকাপের শিরোপা উদযাপনে ছেদ পড়েছে। শিরোপা জয়ের মুহূর্ত তাজা থাকতে থাকতে দেশে ফিরে ভক্তদের সঙ্গে উল্লাসে মাতার কথা ছিল রোহিত-কোহলিদের। কিন্তু ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘বেরিল’ আঘাত হানায় বারবাডোজে আটকে ছিলেন ভারতের ক্রিকেটার, কোচিং স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা।
ঘূর্ণিঝড় থেমে যাওয়ায় চাটার্ড ফ্লাইটে শিরোপা নিয়ে সরাসরি দিল্লি ফিরছেন বিশ্বকাপ জয়ী ভারতের ক্রিকেটাররা। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। দেশে ফিরেই শিরোপা উৎসব করবেন ক্রিকেটাররা।
বুধবার সন্ধ্যায় দেশে ফেরার বিমান ধরেছেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সব ঠিক থাকলে সকাল ৮টার দিকে দিল্লি পৌঁছাবেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, কোচিং স্টাফ ও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।
আগেই অবশ্য বিসিসিআই-এর ব্যবস্থা করা বিমান ধরে রোহিতদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। বারবাডোজের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বেরিলের বিমানবন্দরের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। যে কারণে এখন বিমান চলাচলে বাধা নেই।
বিশ্বকাপ জয়ী ভারতীয় দল প্রধানমন্ত্রীর সংবর্ধনা নিয়ে বিশেষ বিমানে চলে যাবেন মুম্বাই। সেখান থেকে তাদের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ’র হাতে ট্রফি তুলে দেবেন রোহিত। এরপর ব্যস্ত মুম্বাইয়ের এক কিলোমিটার রাস্তায় হুড খোলা বাসে ভক্তদের স্লোগানে, উল্লাস আর ভালোবাসায় সিক্ত হবেন ভারতীয় ক্রিকেটাররা।
পূর্ববর্তী পোস্ট