লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়ের দল ডাম্বুলা সিক্সার্সের শুরুটা ভালো হয়নি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে হেরেছে দলটি। আজ জাফনা কিংসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি ডাম্বুলা।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ওপেনার কুশল পেরেরার ১০২ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ২ উইকেটে ১৯১ রান করে ডাম্বুলা। লক্ষ্যটা ম্যাচের শেষ বলে এসে ৪ উইকেট হাতে রেখে টপকে যায় ক্যান্ডি। হৃদয় ব্যাটিংয়ের সুযোগ পাননি, তবে ফিল্ডিংয়ে সরাসরি থ্রোতে একটি রানআউট করেছেন। মোস্তাফিজ ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
রান তাড়ায় ৩৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ক্যান্ডি। এর মধ্যে কুশল মেন্ডিসের উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সেখান থেকে ১৩৪ রানের দুর্দান্ত জুটি গড়ে ক্যান্ডিকে ম্যাচে ফেরান আভিস্কা ফার্নান্ডো ও চারিত আসালাঙ্কা। অধিনায়ক আসালাঙ্কা ৩৬ বলে করেছেন ৫০ রান। ফার্নান্ডোর ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস, ৭টি চার ও ৬টি ছক্কায় সাজানো ইনিংসটির স্ট্রাইক রেট ২৩৫।
দুজনের জুটির সৌজন্যে ম্যাচটা ক্যান্ডির হাতের মুঠোয় চলে আসে। কিন্তু ১৭তম ওভারে মোস্তাফিজ তাঁর দ্বিতীয় স্পেলে এসে আসালাঙ্কাকে আউট করে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেন। পরের ওভারে ফার্নান্ডো আউট হলে ম্যাচটাকে শেষ ওভারে টেনে নেওয়ার সুযোগ পায় ডাম্বুলা। কিন্তু শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতেছে ক্যান্ডিই।
এর আগে ইনিংসের শুরুতে গুনাতিলাকার উইকেট হারালেও নুয়ানিন্দু ফার্নান্ডোকে নিয়ে ১০৮ রানের জুটি গড়েন পেরেরা। ১৪তম ওভারে ফার্নান্ডো ৩৫ বলে ৪০ রান করে আউট হলে লোয়ার অর্ডার থেকে ওপরে নামার সুযোগ হয় নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের। পেরেরা ও চ্যাপম্যানের ব্যাটে ইনিংসের বাকি পথ পাড়ি দেয় ডাম্বুলা। পেরেরা ৫২ বল খেলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১০২ রান করেন, স্ট্রাইক রেট ১৯৬। চ্যাপম্যান অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৩ রানে।
পূর্ববর্তী পোস্ট