ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আগেই চুক্তি হয়েছিল। বিসিবি কর্মকর্তারা বিষয়টি জানার পরই টি২০ বিশ্বকাপের জন্য তাকে খন্ডকালীন নিয়োগ দেয়। সোমবার বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে কাজের ফাঁকে ডিসেম্বর পর্যন্ত কিছু সময় বাংলাদেশের ক্রিকেটেও দেবেন এই পাকিস্তানি কোচ।
পাক প্যাশন ডট নেট লিখেছে, শ্রীলঙ্কার বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজ দিয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের স্পিন কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের কোচ হলেও বিসিবি চেষ্টা করছে মুশতাকের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যেতে। সেক্ষেত্রে তিনি কাজ করবেন পরামর্শক হিসেবে।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মুশাতাক আহমেদের সঙ্গে আমরা যখন যোগাযোগ করি তখন তিনি পুরো সময় দিতে পারবেন না বলে জানান। কারণ পূর্বপ্রতিশ্রুতি। তখন আমরা তাকে কেবল টি২০ বিশ্বকাপের জন্য চুক্তি করি। তার সঙ্গে আমাদের নতুন করে আলোচনা হচ্ছে। আজকেও কথা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত আমাদের কিছু কমিটমেন্ট আছে। এর মধ্যে যেটুকু সময় হাতে থাকবে সেটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবেন তিনি। এর বাইরে তার সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তির ব্যপারেও কথা হচ্ছে।’
বিসিবি কীভাবে মুশতাককে পেতে চায় জানতে চাওয়া হলে সিইও বলেন, ‘আমরা তাকে নির্দিষ্ট কিছুদিন পেতে চাইব। পুরো সময়ের জন্য না। আমাদের চাহিদা মতো দিনগুলো ঠিক করে তাকে জানাব। যেহেতু ২০২৭ সাল পর্যন্ত এফটিপি চূড়ান্ত হয়ে আছে। সেটাকে ধরে তার সঙ্গে আলাপ করবো। আমরা দুই পক্ষই এ বিষয়ে ইতিবাচক।’
সিইও জানান, পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলে বাংলাদেশের পাশাপাশি অন্য দেশেও কাজ করতে পারবেন মুশতাক।
পূর্ববর্তী পোস্ট