স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনে উসকানিদাতা আছে। কোটা আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে।
রবিবার (১৪ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, থানায় মামলা হয়েছে, তদন্তের আগে কিছু বলা যাবে না। আন্দোলনকারীরা যা করছে তা না বুঝে করছে। হাইকোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুনানী হবে ৮ তারিখ। বিষয়টি বিচার বিভাগের হাতে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আদালতে বিষয়টি বিচারাধীন থাকার পরও রাজপথে আন্দোলন যৌক্তিক না।
কোটাবিরোধীদের বিরুদ্ধে শাহবাগে মামলা করার বিষয়ে মন্ত্রী বলেন, মামলায় যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তার সত্যতা পাওয়া না গেলে মামলা খারিজ হয়ে যাবে।
এর আগে, মূল অনুষ্ঠানে মাদক চোরাচালান নিয়েও কথা বলেন মন্ত্রী। মিয়ানমারকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, মাদক চোরাচালান ঠেকাতে দেশটির কাছ থেকে কোনো সহযোগীতা পাওয়া যাচ্ছে না।
পূর্ববর্তী পোস্ট