দুর্দান্ত পারফরম্যান্সে ১২ বছরের ইউরো খরা কাটিয়েছে স্পেন। বার্লিনের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নান্দনিক এক ফুটবলের পসরা সাজিয়েছিল স্প্যানিশরা।
মাঠে প্রতিপক্ষদের ওপর আধিপত্য দেখিয়ে ইউরোতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্পেন। সেই আধিপত্য এবার ইউরোর সেরা একাদশেও ধরে রেখেছে তারা।
চ্যাম্পিয়ন দলের ৬ ফুটবলার জায়গা পেয়েছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের একাদশে। তারা হচ্ছেন- রদ্রি, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, মার্ক কুকুয়েরা, দানি ওলমো ও ফ্যাবিয়ান রুইস।
উয়েফার নির্বাচিত সেরা একাদশের বাকি ৫ জনের দুই জন হচ্ছেন ফ্রান্সের। আর একজন করে হচ্ছেন জার্মানি, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের।
৪-৩-৩ ফরমেশনের আক্রমণভাগে দুই স্প্যানিশ লামিনে ও নিকোর সঙ্গে আছেন জার্মানির তরুণ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। আর মাঝমাঠের আধিপত্য পুরোটাই স্পেনের। রদ্রির সঙ্গে আছেন তার সতীর্থ ওলমো ও রুইস।
রক্ষণভাগে চ্যাম্পিয়ন দলের সদস্য কুকুয়েরার সঙ্গী ফ্রান্সের উইলিয়াম সালিবা, ইংল্যান্ডের কাইল ওয়াকার ও সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জি।
আর গোলবার সামলানোর দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের মাইক মাইগনান।
২০২৪ ইউরোর সেরা একাদশ:
মাইক মাইগনান (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), ম্য়ানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুয়েরা (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফ্যাবিয়ান রুইস (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)