টি২০ বিশ্বকাপের পর মিডিয়া থেকে দূরে ছিলেন নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার এক এনডোর্সমেন্ট অনুষ্ঠানে প্রথম কথা বলেন তিনি। তবে টি২০ বিশ্বকাপ নয়, পাকিস্তান সফর নিয়ে। জাতীয় দলের অধিনায়ক জানান পাকিস্তান সফর চ্যালেঞ্জিং হলেও সিনিয়র ক্রিকেটারদের অংশগ্রহণে ভালো কিছু করার সুযোগ আছে।
২১ থেকে ২৫ আগস্ট প্রথম টেস্ট হবে রাওয়ালপিন্ডিতে। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজের ভালো প্রস্তুতি হচ্ছে বলে মনে করে শান্ত।
তিনি বলেন,‘পাকিস্তানে খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। বেশ কিছু খেলোয়াড় অস্ট্রেলিয়াতে গিয়েছে যারা হয়তো মূল দলে থাকতে পারে। তাদের জন্য প্রস্তুত হওয়ার ভালো সুযোগ। চট্টগ্রামে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। যারা এই স্কোয়াডের সঙ্গে থাকবেন তারাও ভালো প্রস্তুতি নিতে পারবেন। ওইভাবে পরিকল্পনা করা আছে। আমরা যাওয়ার আগে যতটা ভালোভাবে প্রস্তুত হতে পারি।’
বাংলাদেশের বোলিং ইউনিট ভালো করলেও দুশ্চিন্তার নাম ব্যাটিং। টি২০ বিশ্বকাপে ব্যাটিং একেবারেই ভালো হয়নি। টেস্টের ব্যাটিং নিয়েও ভয় কাজ করছে সবার মাঝে।
নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়ে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের মোকাবেলা করা সম্ভব হবে কিনা জানতে চাওয়া হলে টাইগার দলপতি বলেন,‘ব্যাটিং পরিকল্পনা নিয়ে কিছু বলতে চাই না। সেটা আমাদের মধ্যে থাক। তবে সিরিজটি অনেক চ্যালেঞ্জিং হবে। তারা অনেক ভালো দল। আমার মনে হয় আমাদের অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে– মুশফিক ভাই, মুমিনুল ভাই। আমরা যদি স্ট্রেন্থ অনুযায়ী খেলতে পারি তাহলে ভালো হবে।’
পূর্ববর্তী পোস্ট