আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। এই আসরটি আয়োজন করার জন্য আইসিসি থেকে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত ১৯ জুলাই শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত চার দিনব্যাপী আইসিসির বার্ষিক বোর্ড সভায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পিসিবিকে ১২৮০ কোটি টাকা অনুমোদন দিয়েছে আইসিসি। এমন এক প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
এক সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, পিসিবিকে ১২৮০ কোটি টাকা দিয়েছে আইসিসি। পিসিবির মুখ্য অর্থ কর্মকর্তা জাভেদ মুরতাজা এবং আইসিসির মুখ্য অর্থ কর্মকর্তা অঙ্কুর খান্না মিলিত ভাবে এই অর্থের পরিমাণ ঠিক করেছেন।
মূলত, মাঠের (করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি) পরিকল্পনা কাঠামোর উন্নতির জন্য এই অর্থ খরচ করা হবে।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে।
চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত, অর্থাৎ সেদিন ফাইনাল হবে। যেখানে শুধুমাত্র ফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে। গ্রুপপর্বে আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
পূর্ববর্তী পোস্ট