ফ্রান্সের প্যারিসে চলছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের ৩৩তম আসর। প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনেই পদকের দেখা পেলো ভারত। রোববার (২৮ জুলাই) নারীদের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতকে প্রথম পদক এনে দেন মনু ভাকের।
২২১.৭ স্কোর নিয়ে ব্রোঞ্জ জেতেন মনু। এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তার স্কোর ২৪৩.২। আগের রেকর্ড ছিল রাশিয়ার বাতসারাশকিনা ভিতালিনার। করেছিলেন ২৪০.৩। রুপা জিতেছেন দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। তার তার স্কোর ২৪১.৩। কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু। ফাইনালেও শেষ করলেন তৃতীয় স্থানে থেকেই।
পূর্ববর্তী পোস্ট