পাকিস্তান সফরে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এ জন্য আজ তিনটি ভিন্ন দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি।
বিসিবির জানিয়েছে, আগামী ৬ আগস্ট দেশ ছাড়বে ‘এ’ দল।
১০ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ, দ্বিতীয়টি আগামী ১৭ আগস্ট শুরু হবে। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট মাঠে গড়াবে ৫০ ওভারের ম্যাচ তিনটি।
নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক চট্টগ্রামে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় দল পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে, এ জন্য মুশফিকুর রহিম, মমিনুল হক, মাহমুদুল হাসানসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ‘এ’ দলের সঙ্গে পাঠানো হচ্ছে। তাঁরা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
এ ছাড়া লাল বলের সংস্করণে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব ও রুয়েল মিয়া।
প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড : এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
ওয়ানডে স্কোয়াড : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
পূর্ববর্তী পোস্ট