বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক ভারত। আফগানদের ৮ উইকেটে হারিয়েছে রোহত শর্মার দল।
বুধবার (১১ অক্টোবর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। হাশমতুল্লা শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাইয়ের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে আফগানরা। শাহিদি ৮৮ বলে ৮০ ও ওমরজাই ৬৯ বলে ৬২ রান করেন।
২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষান। উদ্বোধনী জুটিতে ১৫৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।
এরপর ৪৭ বলে ৪৭ রান করে আউট হন ইশান। তার বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রোহিত। এরই মাঝে নিজের শতক পূর্ণ করেন রোহিত।
এরপর দলীয় ২০৫ রানে ৮৪ বলে ১৩১ রান করে সাজঘরে ফিরে যান রোহিত। তার বিদায়ের পর ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার।
আইয়ারকে সঙ্গে নিয়ে ৯০ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। আইয়ার ২৩ বলে ২৫ ও কোহলি ৫৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।
পূর্ববর্তী পোস্ট