আগামী বছরের জুলাইয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। পরের গেমসটি হবে ২০২৮ সালে, লস অ্যাঞ্জেলেসে। সেই অলিম্পিকে থাকবে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খুব দ্রুতই এমন একটি ঘোষণা দেবে। ক্রিকেট যদি অলিম্পিক গেমসে আবার অন্তর্ভুক্ত করা হয়, তবে সেটি ক্রিকেটের জন্য মাইলফলক হতে পারে।
কারণ এই খেল বৈশ্বিক প্ল্যাটফরমে তুলে দেবে এবং এটি নতুন দর্শকদের কাছে পৌঁছাতে সহায়তা করবে। ১৯০০ সালের অলিম্পিকে শেষ বার ক্রিকেট খেলা হয়েছিল, ইংল্যান্ড হারিয়েছিল ফ্রান্সকে। ২০২৮ অলিম্পিকে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টগুলো রাখা হতে পারে। যদি সেটা হয়, তাহলে ১২৮ বছর পরে আবার অলিম্পিকে ফিরবে ক্রিকেট।
তবে এবার আইওসি অলিম্পিক কমিটি এশিয়া উপমহাদেশকে লক্ষ্য করেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ এখানে ক্রিকেট খুবই জনপ্রিয়। ক্রিকেট খেলাটা যদি অলিম্পিকে ঠাঁই পায়, তাহলে সম্প্রচার স্বত্ব বিক্রি করেও অর্থ আসবে আইওসির ভান্ডারে। আগামী বছর যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট