টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে বার্বাডোজে আটকে ভারতীয় ক্রিকেট দল। সোমবার তাদের মুম্বাইয়ে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু হারিকেনের কারণে সে দেশে আটকে পড়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
এর মাঝেই আগামীকাল বুধবার ভোরে ভারতের উদ্দেশে রওনা দিতে পারেন রোহিতরা। রাতে দিল্লিতে নামতে পারেন তারা।
গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে সে দেশেই আটকে রয়েছেন রোহিতেরা।
জানা গেছে, সে দেশের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় ভারতের উদ্দেশে রওনা দেবেন তারা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে দিল্লিতে নামার কথা ভারতীয় দলের।
বার্বাডোজে হ্যারিকেনের তাণ্ডবে বন্ধ রাখা হয় বিমানবন্দর। তাই দেশে ফেরার রাস্তা বন্ধ হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নদের। পরে বিসিসিআই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে।
শোনা যাচ্ছে, সরাসরি মুম্বাইয়ে নয়, ভারতীয় দলের চাটার্ড বিমান এসে পৌঁছাবে দিল্লিতে। দিল্লি থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবেন রোহিত-কোহলিরা।