ইসরাইল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহকে সর্বোতভাবে সমর্থন দেবে ইরান। সোমবার ফিন্যান্সিয়াল টাইমসকে এ কথা বলেছেন ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের চেয়ারম্যান কামাল খারাজি।
কামাল খারাজি বলেছেন, যদি এভাবে উত্তেজনা ছড়ানো হয়, তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লাহ শক্তিশালী হবে।
তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করবে লেবাননের সব মানুষ, আরব দেশগুলো এবং অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের সদস্যরা।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের নেতার একজন সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি বলেন, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। কিন্তু তা কারো স্বার্থ রক্ষা করবে না। না ইরানের, না যুক্তরাষ্ট্রের।
তিনি বলেন, ওই অঞ্চলে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় ইরান। তাই সেখানে আরও উত্তেজনা বন্ধে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
তবে কামাল খারাজি বলেন, ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হলো পশ্চিমাদের সঙ্গে নতুন সুযোগ সৃষ্টির একটি উপায়। নতুন প্রশাসনের অধীনে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান তিনি।
পূর্ববর্তী পোস্ট