আন্তর্জাতিক ডেস্ক
করোনা টিকার প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না। এক বিবৃতিতে শুক্রবার এ কথা জানিয়েছে মডার্না।
বলা হয়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে মামলা করা হয়েছে। এতে অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।
মডার্নার দাবি, করোনা মহামারির আগের এক দশক ধরে বিপুল ডলার ব্যয়ে এমআরএনএ প্রযুক্তি তৈরি করেছিল তারা। সেটি রক্ষা করতেই এই মামলা।
করোনাভাইরাসের টিকা উদ্ভাবনকারী প্রথম কয়েকটি কোম্পানির মধ্যে ছিল মডার্না ও ফাইজার-বায়োএনটেক।
এমন অভিযোগে বিস্ময় প্রকাশ করেছে ফাইজার। জানিয়েছে, আইনি লড়াই চালিয়ে যাবে তারা।
এদিকে, মামলার খবর ছড়িয়ে পড়তেই পুঁজিবাজারে ফাইজারের শেয়ারের দাম ১ দশমিক ৪ শতাংশ পড়ে গেছে। আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ কমে লেনদেন হয় বায়োএনটেকের শেয়ার।