সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, যাচাই–বাছাই করে এ ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী নিজ নিজ প্রোফাইলে লগ ইন করে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।
সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসনের অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ নিয়ে সাজানো হয়েছে ‘ডি’ ইউনিট। এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ১১৬টি।