দীর্ঘসময় ধরে রানখরায় ভুগছেন বিরাট কোহলি। ফর্মহীনতায় প্রায় এক মাস বিশ্রামে ছিলেন এ ভারতীয় ব্যাটিং সেনসেশন।
এরইমধ্যে জানা গেছে, ব্যাট না হাসলেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই বিশ্বরেকর্ড গড়বেন কোহলি। যা নেই আর কোনো ভারতীয় ক্রিকেটারের।
পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে রোববার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই ম্যাচসংখ্যার সেঞ্চুরি করবেন কোহলি। কোহলি তার ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন আজ।
এছাড়া ক্রিকেট ইতিহাসে গড়বেন অনন্য এক নজির। বিশ্বে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ১০০ ম্যাচ খেলার নজির গড়বেন কোহলি। যে নজির নেই কোনো ভারতীয়র। কোহলির আগে শুধুমাত্র রয়েছে নিউজিল্যান্ডের রস টেলরের।
২০২০ সালে নিউজিল্যান্ডের রস টেলর প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন। এবার দ্বিতীয় তারকা হিসেবে কোহলি সেই মাইলফলক ছুঁতে চলেছেন।