লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র দুই দলের মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবারের ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েক ডজন মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
শনিবার ত্রিপোলিতে যে সংঘর্ষ হয়েছে, গত দুই বছরের মধ্যে এটি সবচেয়ে হিংসাত্মক ছিল । দেশটিতে পূর্ণাঙ্গভাবে যুদ্ধ বাঁধতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে সংঘর্ষ বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে, শনিবারের সংঘর্ষে কমেডিয়ান মুস্তফা বারাত নিহত হন।
গতকাল সন্ধ্যায় রাস্তায় নেমে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে সশস্ত্র মিলিশিয়ারা। দেশটির সরকারের সশস্ত্র বাহিনী ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
ত্রিপোলির বিভিন্ন স্থানে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন বাসিন্দারা। শহরটির বিভিন্ন স্থানে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এসব দেখে ত্রিপোলির জনগণ আতঙ্কিত হয়ে পড়ে।