এশিয়া কাপে টি-টোয়েন্টিতে বিরাট কোহলির সেঞ্চুরিতে গর্ব অনুভব করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সর্বশেষ টি-টোয়েন্টিতে ভারতীয় এই ক্রিকেটার করেন ৭১তম সেঞ্চুরি। এতদিন ধরে কোহলির অফ ফর্মের কারণে কম কথা শুনতে হয়নি আনুশকাকে।
তাই কোহলির কামব্যাক বিশেষ আনন্দের আনুশকার কাছে। সেঞ্চুরি করার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অন্যদের সঙ্গে সেই মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী। কোহলির তিনটি ছবি পোস্ট করে তিনি বলেন, সবকিছুতে পাশে আছি তোমার। খবর হিন্দুস্তান টাইমসের।