এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা নামছে আজ রবিবার (১১ সেপ্টেম্বর)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামবে শ্রীলঙ্কা-পাকিস্তান। শক্তিমত্তা ও অভিজ্ঞতার বিচারে ফাইনালে পাকিস্তান এগিয়ে থাকলেও ধারাবাহিক পারফরম্যান্সে এগিয়ে লঙ্কানরা।
এছাড়াও এশিয়া কাপের পরিসংখ্যানেও এগিয়ে আছে দাসুন শানাকার দল। এশিয়া কাপে ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বিপরীতে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে ২ বার। এশিয়া কাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল শ্রীলঙ্কা। তারা মোট ফাইনাল খেলেছে ১১ বার।
আর পাকিস্তান ফাইনাল খেলেছে ৪ বার। ফাইনালে শ্রীলঙ্কা-পাকিস্তান মুখোমুখি হয়েছে ৩ বার। যার মধ্যে ২ বার শিরোপার স্বাদ পেয়েছে লঙ্কানরা।
এছাড়া টি-২০ তে শ্রীলঙ্কা-পাকিস্তানের সর্বশেষ ৫ দেখায় ৪ টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এবারের এশিয়া কাপে সুপারের ফোরের শেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা।