শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়ে এশিয়া কাপের দলটা তুলে দেওয়া হয়েছিল তাঁর হাতে। এশিয়া কাপে ১৫ ক্রিকেটারকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। চোটের কারণে স্কোয়াডে না থাকায় লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদকে দেখা হয়নি তার। এই চারজনই আবার আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত। কোচের সামনে লিটন, সোহানদের নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই। তবুও শ্রীরামের সামনে পরীক্ষা দিতে লিটনদের পাঠাচ্ছে বিসিবি।
টি২০ কোচ ৩০ ক্রিকেটারকে পরখ করবেন তিন দিনের ক্যাম্পে। এই ভারতীয় অনুশীলন ম্যাচ দেখে বাছাই করবেন বিশ্বকাপের ক্রিকেটার। ২০ থেকে ২৫ বছর আগে ঠিক এভাবেই ট্রায়ালের মাধ্যমে জাতীয় দল গড়া হতো বাংলাদেশে।
টি২০ কোচ ৩০ ক্রিকেটারকে পরখ করবেন তিন দিনের ক্যাম্পে। এই ভারতীয় অনুশীলন ম্যাচ দেখে বাছাই করবেন বিশ্বকাপের ক্রিকেটার। ২০ থেকে ২৫ বছর আগে ঠিক এভাবেই ট্রায়ালের মাধ্যমে জাতীয় দল গড়া হতো বাংলাদেশে।
বিসিবি জাতীয় নির্বাচক প্যানেল নিয়োগ দিয়েছে খেলোয়াড় বাছাইয়ের জন্য। মিনহাজুল আবেদীন নান্নুরা লম্বা সময় ধরে এই কাজই করছেন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ঘরোয়া লিগে কোচিং করানোর পাশাপাশি প্রান্তিক পর্যায় থেকে ক্রিকেটার তৈরির কাজও করেন। দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের নাড়িনক্ষত্র জানা সুজন, নান্নু, বাশার, রাজ্জাকদের। তাঁরাই কিনা জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদেরও তথাকথিত পরীক্ষার মঞ্চে ঠেলে দিচ্ছেন।
সে যা-ই হোক, আইসিসির নির্দেশনা অনুযায়ী বিশ্বকাপ স্কোয়াড দিতে হবে ১৫ সদস্যের। চাইলে নিজেদের খরচে অতিরিক্ত ক্রিকেটার নিতে পারবে বিসিবি। বোর্ড চাচ্ছে একজন অতিরিক্ত খেলোয়াড় স্কোয়াডে রাখতে। সেই অতিরিক্ত সদস্যকে নিয়ে শ্রীরামকে অনুশীলন ম্যাচ থেকে বাছাই করতে হবে তিন ক্রিকেটার। যেখানে কোচের পছন্দই শেষ কথা।
যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এশিয়া কাপ থেকে ফিরে বলেছিলেন, ভবিষ্যৎ দল গঠনের স্বার্থে নতুন কোচকে পাইপ লাইনের ক্রিকেটারদের দেখার ব্যবস্থা করে দিচ্ছেন তারা। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সম্প্রতি বলেছিলেন, ‘কোচ নতুন এসেছে, তাকে খেলোয়াড়দের দেখার সুযোগ করে দিতে হবে। সেটাই করতে যাচ্ছি ১২ থেকে ১৪ সেপ্টেম্বর। ৩০ থেকে ৩১ জন ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হবে। অনুশীলন ম্যাচ দেখে ক্রিকেটারদের রোল ঠিক করে দেবেন কোচ।’ এই অনুশীলন ম্যাচ শুধু ব্যাটার বা বোলারদের রোল ঠিক করে দেওয়ার জন্যই নয়। বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনেরও!