শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি’ সিলভার ‘মানিকে মাগে হিতে’ গানটি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এক গানেই দেশ এবং বাইরে তারকা খ্যাতি পেয়েছেন তিনি। এবার শ্রীলঙ্কান এই গায়িকার ‘মানিকে মাগে হিতে’ ব্যবহার হতে চলেছে বলিউড সিনেমায়।
অজয় দেবগনের পরবর্তী সিনেমা ‘থ্যাঙ্ক গড’ এর জন্য হিন্দি ভাষায় মানিকে ম্যাগি হিতে গেয়েছেন ইয়োহানি। এ প্রসঙ্গে ইয়োহানি বলেন, ‘হিন্দি ভাষা শেখা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান আমি অনেক শুনেছি। ছোটবেলা থেকেই শুনি। কিন্তু কোনো সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ,
গলার ভঙ্গি, টান— সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে আমি এই কাজ কখনও করিনি।’
ইয়োহানি গানটি গেয়েছেন তনিষ্ক বাগচীর সংগীতে। তনিষ্ক জানিয়েছেন, হিন্দিতে গাওয়া ইয়োহানির জন্য খুব একটা সহজ ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইয়োহানির প্রতিভার কোনো তুলনা হয় না। হিন্দিতে তার গানটি নতুন মাত্রা পেয়েছে। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো।’
ইন্দ্র কুমার পরিচালিত এই সিনেমায় অজয় দেবগন ছাড়া আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিংসহ আরও অনেকে। জানা গেছে ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।