হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয় এ বছর জেলায় ৬৮৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি।
সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনসহ যে কোন পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ সতর্ক রয়েছে।
প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তাছাড়াও সাদা পোশাকেও পুলিশ মাঠে কাজ করবে।
পুলিশ সুপার এসএম মুরাদ আলির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায়, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আলী মুরাদ, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ডিআও-১ সৈয়দুল মোস্তফা, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহম্মদ খানসহ জেলার সকল থানার ওসি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ।