ফের কলকাতার সিনেমায় মোশাররফ করিম। এ নিয়ে দ্বিতীয়বার তাঁকে দেখা যাবে নির্মাতা ব্রাত্য বসুর ছবিতে। নাম ‘হুব্বা’। সুপ্রতিম সরকারের ‘আবার গোয়েন্দাপীঠ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।পশ্চিমবঙ্গের গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন নিয়ে হচ্ছে নতুন ছবি। ছবির নাম ভূমিকায় থাকছেন মোশাররফ করিম। তাঁর পাশাপাশি অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসু প্রমুখ।
মোশাররফ করিম বলেন, ‘মনে হয়েছে এটি ভালো কাজ হবে। ‘হুব্বা’র কাহিনি সত্য ঘটনা থেকে নেওয়া। যেখানে দেখানো হবে একজন গ্যাংস্টারের জীবনের নানা অধ্যায়। যার নাম ভূমিকায় কাজ করতে যাচ্ছি আমি। কাহিনির পাশাপাশি ছবির পরিচালকের নির্মাণ পরিকল্পনা শুনে মনে হয়েছে, এ সময়ের অন্যান্য বাংলা ছবি থেকে ‘হুব্বা’ একটু ভিন্ন ধরনের হবে। ‘
জানালেন, ১১ অক্টোবর থেকে কলকাতায় শুরু হবে ছবির শুটিং। মোশাররফ করিম বলেন, ‘আশা করছি, পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে পারলে ভালো কিছু হবে এবং ছবিটি দর্শক মনেও ছাপ ফেলবে। ‘
আরও পড়ুন: বাংলাদেশবিরোধী অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কলকাতার সিনেমায় মোশাররফ করিম আগেও ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। যেটি গত বছর কলকাতায় মুক্তি পায়। ছবিতে একজন ধনাঢ্য ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ‘ডিকশনারি’ ছবিতে মোশাররফের সহশিল্পী ছিলেন আবির চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান।