সিপিএলে প্রথম দুই ম্যাচে বল হাতে ভালো করলেও ব্যাট হাতে টানা দুই ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। তারপর থেকেই শুরু হয়েছিলো তার সমালোচনা। তবে আজ সাকিবের অলরাউন্ডিং পারফর্ম্যান্সে প্লে-অফ নিশ্চিত করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
রোববার ভোরে শুরু হওয়া ম্যাচটিতে প্রথম ব্যাট হাতে করেন ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে চার ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩ উইকেট। পাশাপাশি ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে একটি রানআউটও করেছেন সাকিব।
সাকিবময় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানা ৬ উইকেটের বিনিময়ে করে ১৭৩ রান। জবাবে ত্রিনবাগোর ইনিংস থামে ১৩৬ রানে। প্রথম ছয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া গায়ানা সাকিব যোগ দেওয়ার পর তিন ম্যাচের সবকয়টিই জিতে নিলো।
আজকের হ্যাটট্রিক জয়ের সুবাদে নয় ম্যাচে ৪ জয় ও পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টের সুবাদে মোট ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে গায়ানা। একইসঙ্গে প্লে-অফের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের। বিদায় নিয়েছে ত্রিনবাগো।