কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের হারিয়ে প্রথমবার সাফ শিরোপা জিতেছে। নেপালের বিপক্ষে ওই দশরথ স্টেডিয়ামে এবার পরীক্ষা জামাল ভূঁইয়াদের। মেয়েদের জয়ের অনুপ্রেরণা নিয়ে যে ম্যাচে জিততে চান বাংলাদেশ দলের অধিনায়ক।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় প্রীতি ম্যাচ নিয়ে জামাল বলেন, ‘এই মাঠে খেলতে নামব ভেবে বিশেষ অনুভূতি কাজ করছে। এখানেই ইতিহাস গড়েছে মেয়েরা। যে মাঠে মেয়েরা জিতেছে, সেই মাঠে আমাদেরও জিততে হবে, এমনটাই মাথায় ঘুরছে।’
কিছুদিন ধরে বাংলাদেশের ফুটবল ভালো খবর দিচ্ছে। বয়সভিত্তিক দলের ছেলেরা শিরোপা জিতেছে। মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ ঘরে তুললো। জামালরা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জয় পেয়েছে। জয়ের ধারাবাহিকতা নেপালের বিপক্ষে ধরে রাখতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
তবে অধিনায়ক জামাল র্যাঙ্কিং নিয়ে ভাবছেন না। বরং জয়-পরাজয় একপাশে রেখে লড়াকু ফুটবল চান তিনি, ‘আমার ফোকাস র্যাঙ্কিংয়ে নয়, খেলায়। যদি আমরা জিততে পারি আলহামদুলিল্লাহ। র্যাঙ্কিংয়ে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা শুধু জিততে হবে।’
জামাল ভূঁইয়ার মতো জিততে চান কোচ হাভিয়ের ক্যাবরেরা। তবে কম্বোডিয়ার বিপক্ষে জয়ের সুখস্মৃতি ভুলে যেতে চান তিনি। নেপাল স্বাগতিক, নিজস্ব দর্শক থাকবে জানিয়ে ক্যাবরেরা বলেন, ‘ফুটবলে আপনাকে অতীত ভুলে যেতে হবে। নতুন স্বপ্ন নিয়ে নামতে হবে। খেলোয়াড়দের সেটাই করা উচিত। প্রতিপক্ষ স্বাগতিক ও গ্যালারি থাকবে ভরপুর। তবে দলের ওপর আমার বিশ্বাস আছে।’