চীনের কমিউনিস্ট পার্টির ২০তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী মাসে। কিন্তু তার আগেই দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে তৈরি হয় নানা জল্পনা। এমনকি চীনের সামরিক অভ্যুত্থান ও প্রেসিডেন্ট শি জিনপিংকে গৃহবন্দী করার খবরে সম্প্রতি ব্যাপকভাবে তোলপাড় চলছে ইন্টারনেট মাধ্যমে।তবে সব গুজব উড়িয়ে প্রকাশ্যে এসেছেন শি।
মঙ্গলবার তাকে বেইজিংয়ের একটি প্রদর্শনীতে দেখা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
এই টুইট নিয়েই জল্পনার ঝড় শুরু হয় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। চীনে সেনা অভ্যুত্থান হয়েছে বলেও গুজব ছড়ায়। তবে চীনের আর্থ-সামাজিক বা রাজনৈতিক খবর প্রকাশ নিয়ে দেশটির মিডিয়ায় বিধিনিষেধ থাকায়, বিষয়টি নিশ্চিতও হওয়া যাচ্ছিল না। ফলে শি জিনপিংয়ের গৃহবন্দির খবর নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।