রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত ২৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে বলে দেশটির আঞ্চলিক গভর্নর ওলেকজান্দার স্তারুখ জানিয়েছেন।
শুক্রবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ার প্রান্তে এক বেসামরিক গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে রয়টার্স জানায়, নিহত ও আহতরা সবাই বেসামরিক। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, শার্পনেলের আঘাতে গাড়িগুলো ঝাঁঝড়া হয়ে গিয়েছে। বহরের অধিকাংশ গাড়ি ও তিনটি মাইক্রোবাসের জানালা উড়ে গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি গর্ত তৈরি হয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা হতাহতদের সরিয়ে নিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।