ইউক্রেনের খারকিভ অঞ্চলে এক বেসামরিক গাড়িবহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত ২০ জনের বেশি নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির স্থানীয় শীর্ষ এক কর্মকর্তা এই তথ্য জানান।
ওলেহ সিনেহুবভ বলেন, কুপিয়ান্সক শহরে রাশিয়া এই হামলা চালিয়েছে। এটি রুশ সীমান্তের কাছে। তবে ঠিক কখন এই হামলা চালিয়েছে রুশ বাহিনী সেই সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানানি।
সিনেহুবভ সামাজিক মাধ্যমে লিখেছেন, রাশিয়ার গোলাবর্ষণ থেকে বাঁচতে চাওয়া বেসামরিকদের ওপর দখলদার রাশিয়া হামলা চালিয়েছে। এটা এক ধরণের নৃশংসতা।
তবে এই হামলা নিয়ে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। গত শুক্রবার ইউক্রেনে আরেক বেসামরিক গাড়িবহরে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছিল।