নেশন্স লিগে পোল্যান্ডের জার্সিতে দুই ম্যাচে গোল পাননি রবার্ট লেভান্ডোভস্কি। তবে জার্সি বদলাতেই স্বরুপে ফিরলেন পোলিশ এই স্ট্রাইকার। মায়োর্কার মাঠে তার একমাত্রই গোলেই ১-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। বার্সেলোনার জার্সিতে একের পর এক ম্যাচে গোল করে চলেছেন লেভা। ৭ ম্যাচে এ নিয়ে লা লিগায় গোল করেছেন ৯টি। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা।
শুরু থেকেই বল দখলে রেখেছে কাতালানরা। ম্যাচের ২০ মিনিটে আনসু ফাতির বাড়ানো বলে ডি বক্স থেকে গোল করেন লেভান্ডোভস্কি। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন পোলিশ তারকা। তবে দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি। প্রথমার্ধে বার্সেলোনার রক্ষণ কেপে গিয়েছিল মায়োর্কের আক্রমণে। তবে ইয়াওমে কস্তার স্লাইড শট ঠেকাতে তেমন বেগ পেতে হয়নি গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের।