আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি, সকলকে ধর্ম পালন করার অধিকার ও সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা তা দিয়ে আসছি, দিয়ে আসব।
আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধামাধব কেন্দ্রীয় আখড়া মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।