ইউক্রেনের চারটি প্রদেশ দখলে নেয়ার ঘটনায় রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ অক্টোবর) ইউক্রেনের কিছু অংশকে রাশিয়ায় সংযুক্তির ঘোষণাকে সমর্থনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপের সময় ‘গ্যাংস্টারের মতো দ্বৈত ভূমিকা’ পালনের অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মস্কোর এই দাবিকে সমর্থন করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়েছে, ইউক্রেনের এসব প্রদেশ রাশিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি ভোটাভুটিতেই ফায়সালা হয়েছে।
ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, ডোনেৎস্ক ও লুহানস্ক প্রদেশের রাশিয়ায় যোগ দেয়া বা না দেয়াকে কেন্দ্র করে চারদিন ধরে গণভোট অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ায় যোগদানের পক্ষে ৯৯ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে দাবি করা হয়। আর সেই ফলাফলের ভিত্তিতেই এই চার প্রদেশকে রাশিয়ায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে সেপ্টেম্বরে ওয়াশিংটন কর্তৃপক্ষ দাবি করে, রাশিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে কয়েক মিলিয়ন রকেট ও আর্টিলারি শেল ক্রয় করেছে। কিন্তু উত্তর কোরিয়া তা প্রত্যাখ্যান করে। সেই সঙ্গে ওয়াশিংটনকে ‘মুখ বন্ধ রাখতে’ ও দেশের ভাবমূর্তিকে ‘কলঙ্কিত’ করার গুজব তৈরি করা বন্ধ করতে বলেছে।